রাউজান পৌরসভায় খাল নালা আবর্জনামুক্ত করার অভিযান

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২০ এপ্রিল, ২০২১ at ১০:৪০ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার খাল নালা আবর্জনামুক্ত করার অভিযানে নেমেছেন মেয়র জমির উদ্দিন পারভেজ। প্রতি বছর বর্ষায় পাহাড় থেকে নেমে আসা পানি স্রোত গড়িয়ে যায় এই পৌরসভার বেশির ভাগ ওয়ার্ডের উপর দিয়ে। পানি নিষ্কাশনের খাল নালাগুলো এখন আবর্জনায় পরিপূর্ণ।
জলিলনগরের বাসিন্দারা জানিয়েছেন পৌর এলাকার পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম কাশখালী খাল দখলমুক্ত হয়। কিন্তু স্থানীয় ব্যবসায়ী ও খাল পাড়ের বাসিন্দারা প্রতিনিয়ত ময়লা আবর্জনাসহ নানা ধরণের বর্জ্য ফেলার কারণে খালগুলো আবার ভরাট হয়ে যায়। এতদিন পৌরবাসী উৎকন্ঠিত ছিল বর্ষার জলাবদ্ধতার আশংকায়। সম্প্রতি পৌরসভার নতুন মেয়র নাগরিকদের পানিবদ্ধতা থেকে রক্ষায় খাল নালা আবর্জনামুক্ত করার উদ্যোগ নেয়। তিনি প্রথমে হাত দেন পৌর এলাকার প্রধান খাল কাশখালী আবর্জনামুক্ত করতে। একই সাথে ব্যবসায়ীদের সৃষ্ট আবর্জনা সংরক্ষণে রাস্তা ও বাজারে ডাস্টবিন করে দেন। তিনি পৌরবাসীর প্রতি আহ্বান জানান খাল নালায় আবর্জনা নিক্ষেপ না করতে। তার আশাবাদ আগামী বর্ষায় পৌরবাসী জলাবদ্ধতা থেকে মুক্ত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকার্যকর লকডাউন বাস্তবায়ন দাবি
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল