লামায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাস চালক নিহত ও ৩৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের বেশির ভাগই লামা ও পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের বাসিন্দা। গতকাল বুধবার সকালে লামা-ফাঁসিয়াখালী সড়কের পশ্চিম লাইনঝিরি মাদানী নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত বাস চালকের নাম মো. আনোয়ার হোসেন (৪৫)। তিনি চকরিয়া পৌরসভা এলাকার সোসাইটি পাড়ার বাসিন্দা এবং চকরিয়া বাস টার্মিনাল শ্রমিক ইউনিটির সহ-সভাপতি বলে জানা গেছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লামা পৌর বাস টার্মিনাল থেকে প্রায় ৪৫ জন যাত্রী নিয়ে বুধবার সকাল ১০টার দিকে একটি বাস চকরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। বাসটি সড়কের পশ্চিম লাইনঝিরি মাদানী নগর এলাকায় পৌঁছলে পাহাড়ি ঢালু পথে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১১-৪৬৫৫) ধাক্কা দিলে সড়কের মাঝখানে উল্টে যায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় চালক মো. আনোয়ার হোসেনসহ বাসে থাকা কমপক্ষে ৩৫ যাত্রী কম বেশি আহত হয়। গুরুতর আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়ার পথে চালক আনোয়ার হোসেন মারা যান। লামা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। কাভার্ডভ্যান চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে গাড়িটি জব্দ করা হয়েছে। এদিকে, দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যানটি সড়কের উপরে থাকায় লামা-ফাঁসিয়াখালী সড়কে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গাড়ি দুইটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।