কাপ্তাইয়ে ঘরে ঢুকে দুই উপজাতিকে গুলি করে হত্যা

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২০ at ৪:৫৯ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ের ওয়াগ্‌গা ইউনিয়নের একটি বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ৩টার দিকে ইউনিয়নের গর্জনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় নিহতরা হলেন সুভাষ তনচংগ্যা (৪৫) ও ধনঞ্জয় তনচংগ্যা (৩২)।
পুলিশ জানায়, ইউনিয়নের গর্জনিয়া এলাকার বাসিন্দা ছিলেন ধনঞ্জয় তনচংগ্যা। সুভাষ তনচংগ্যার বাড়ি রাজস্থলী উপজেলায়। তিনি পরিবার নিয়ে ওয়াগ্‌গা ইউনিয়নে বসবাস করছিলেন। ঘটনার দিন ধনঞ্জয়ের বাড়িতে বেড়াতে যান সুভাষ। রাতে সন্ত্রাসীরা ধনঞ্জয়ের বাড়িতে গিয়ে দাদা, দাদা বলে ডাকতে থাকে।
এক পর্যায়ে ঘরের দরজা খুললে সন্ত্রাসীরা তাৎক্ষণিক গুলি চালায়। হামলায় ধনঞ্জয়ের গায়ে ৫টি এবং সুভাষের গায়ে ২টি গুলি লাগে। তাৎক্ষণিক তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার এবং ওসি গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি মর্গে পাঠিয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার ঘটনায় কোনো মামলা হয়নি।
এদিকে ঘরে ঢুকে গুলি করে হত্যার ঘটনায় উপজেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কে বা কারা সুভাষ এবং ধনঞ্জয়কে হত্যা করেছে-সে ব্যাপারে এখনো নিশ্চিত কিছু জানাতে পারেনি পুলিশ। তবে সন্ত্রাসীদের ধরতে বিভিন্ন এলাকায় পুলিশি টহল জোরদার করার কথা জানিয়েছেন ওসি মো. নাসির উদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধঘরের চাল থেকে কবুতর নামাতে গিয়ে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর
পরবর্তী নিবন্ধজামিন বাতিল ১০ আসামি কারাগারে