কাপ্তাইয়ে কৃষকদের মাঝে বীজ ধান বিতরণ

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ১২ ডিসেম্বর, ২০২০ at ১১:১৬ পূর্বাহ্ণ

প্রণোদনা কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলায় ৩শ কৃষককে হাইব্রিড বীজ ধান প্রদান করা হয়েছে। কাপ্তাই উপজেলার কিন্নরী হলে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে বীজ ধান তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মাদ সামসুল আলম চৌধুরীর সভাপতিত্বে ধান বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সমপ্রসারন কর্মকর্তা মারফুদুল হক। এ সময় কৃষকদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার।
কৃষক ও কৃষির উন্নয়নে সরকার প্রদত্ত বিনামূল্যে প্রত্যেক কৃষককে দুই কেজি করে এই বীজ ধান বিতরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকরোনা রোগীদের সহায়তায় মা ও শিশু হাসপাতালে অনুদান
পরবর্তী নিবন্ধবই পড়ার সংস্কৃতি প্রজন্মের মধ্যে জাগ্রত রাখতে হবে