বই পড়ার সংস্কৃতি প্রজন্মের মধ্যে জাগ্রত রাখতে হবে

অনলাইন বাংলা বইমেলায় বক্তারা

| শনিবার , ১২ ডিসেম্বর, ২০২০ at ১১:১৬ পূর্বাহ্ণ

অনলাইন বাংলা বইমেলার ১১ তম দিনে বক্তারা বলেছেন, বই মানুষের চরিত্র গঠনের পাশাপাশি বিবেককে জাগ্রত করে এবং মানুষকে মানবিক করে তোলে। দেশ ও বিশ্ব সম্পর্কে নানা রকম তথ্য-উপাত্ত জোগায়। অন্য দেশের সংস্কৃতি, জীবনাচার, রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে বিস্তর ধারণা দেয়। তাই আমরা যেন কখনো বই পড়ার বিকল্প না খুঁজি। আমাদের মধ্যে বই পড়ার সংস্কৃতি জাগ্রত রাখতে হবে।
অনলাইন বাংলা বইমেলার প্রধান উদ্যোক্তা শিশুসাহিত্যিক রাশেদ রউফ গতকাল শুক্রবার সন্ধ্যায় লেখক ও বইপ্রেমীদের মুখোমুখি হন। তিনি বলেন, প্রথমবারের মতো অনলাইন বইমেলার আয়োজন করতে গিয়ে একটু চিন্তায় ছিলাম, কেমন সাড়া পড়বে- তা নিয়ে। কিন্তু সবার সহযোগিতা আমাদের প্রত্যাশাকে বাড়িয়ে দিয়েছে। এই আয়োজনে যেসব লেখক ও বইপ্রেমী অনুভূতি ব্যক্ত করেন, তাঁরা হলেন- ফারজানা রহমান শিমু, অরুণ শীল, শাহরিয়ার পারভেজ, শৈবাল চৌধুরী, বিচিত্রা সেন, কাঞ্চনা চক্রবর্তী, আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু, মুহাম্মদ মহসীন চৌধুরী, সুপ্রতিম বড়ুয়া, বিপুল বড়ুয়া, রেজাউল করিম স্বপন, গৌরি প্রভা দাশ, রিমা, হাসানুল ইসলাম, এসএম মোখলেসুর রহমান, আকতারুল ইসলাম, মনিরুল মনির, উৎপলকান্তি বড়ুয়া, ওবায়দুল সমীর, মনজুর আহমেদ, তানভীর হাসান বিপ্লব, বাবুল হক বাবর, রূপক কুমার রক্ষিত, ইসমাইল জসীম, শফিকুল আলম সবুজ, জেবারুত সাফিনা, লিপি চৌধুরী, অমিত বড়ুয়া, তারিফা হায়দার, ধীমান বড়ুয়া, সংগীতা বড়ুয়া, শর্মিলা চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, হামিনা জামিল রুমা, সনজিত দে, আজিজ রাহমান, রহমান হাবীব, বাসুদেব খাস্তগীর, অরিত্রী চৌধুরী, মোহাম্মদ হানিফ, মোখলেসুর রহমান, নেছার আহমদ, লিটন কুমার চৌধুরী, মৃনালিনী চক্রবর্তী, গৌতম কাননুগো, শামীম ফাতেমা মুন্নী, জসীম উদ্দিন খান, পিংকু দাশ, মিলন বনিক, সাইফুল্লাহ্‌ কায়সার, সরওয়ার আরমান, শিপ্রা দাস, দোলা চৌধুরী, রহমান রনি, গোফরান উদ্দীন টিটু, সৈয়দা সেলিমা আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে কৃষকদের মাঝে বীজ ধান বিতরণ
পরবর্তী নিবন্ধস্বামীর শেষ ছবিটাও মুছে ফেললেন শ্রাবন্তী