কাপ্তাই উপজেলায় আদা ক্ষেতে কীটনাশক প্রয়োগের সময় বিষক্রিয়ায় হ্লাপ্রুচাই মারমা (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়নের উজানছড়ি পাড়া এলাকায়। হ্লাপ্রুচাই মারমা স্থানীয় মৃত থুইসা প্রু মারমার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, উজানছড়ি পাড়ায় হ্লাপ্রুচাই মারমার নিজস্ব জমিতে এ বছর আদার চাষ করা হয়েছে। আদায় পোকার আক্রমণ ঠেকাতে ক্ষেতে কীটনাশক প্রয়োগ করতে হ্লাপ্রুচাই মারমা সকালে বাগানে আসেন কিন্তু বিকাল পর্যন্ত তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে ক্ষেতে গিয়ে দেখেন হ্লাপ্রুচাই মারমা অচেতন অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্ভবত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই হ্লাপ্রুচাই মারমা আদা ক্ষেতে কীটনাশক প্রয়োগ করছিলেন। অসাবধানতাবশত তিনি বিষক্রিয়ায় অচেতন হন এবং মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।”
ভবিষ্যতে যেকোনো বাগানে কীটনাশক প্রয়োগের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রাখার জন্য পরামর্শ দেন তিনি।