কাপ্তাই ন্যাশনাল পার্কে বিরল প্রজাতির সোনালি রঙের অজগর অবমুক্ত

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ২৩ এপ্রিল, ২০২২ at ১১:০৯ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সোনালী রঙের বিরল প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করেছে।
সাপটি দৈর্ঘ্যে ১৬ ফুট লম্বা এবং এর ওজন ২৫ কেজি।

সাপটি কাপ্তাই নতুন বাজার সংলগ্ন কর্ণফুলী নদী হতে উঠে কার্গো এলাকার দিকে যাচ্ছিল। বিশাল আকারের অজগর দেখে স্থানীয় জনগণ বন বিভাগে খবর দিলে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত অক্ষত অবস্থায় অজগরটিকে উদ্ধার করে। ধারণা করা হচ্ছে খাবারের সন্ধ্যানে অজগরটি লোকালয়ে উঠে আসে।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হাসান মুরাদ জানান, এতদঞ্চলে সাধারণত সোনালী রঙের অজগর সাপ দেখা যায় না। অজগরটিকে তিনি বিরল প্রজাতির বলে উল্লেখ করেন। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও ছালেহ মো. শোয়াইব খানের নির্দেশে অজগরটিকে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয় বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্নস্থানে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধচবি বিজনেস এডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী