চবি বিজনেস এডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী

| শনিবার , ২৩ এপ্রিল, ২০২২ at ১১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদের অধীনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস এডমিনিস্ট্রেশনের (সিইউসিবিএ) প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস এডমিনিস্ট্রেশন এ্যালমনাই এসোসিয়েসনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল হোটেল সৈকতে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। কেক কাটার মাধ্যমে আরম্ভ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসাবে ভার্চয়ালি যুক্ত ছিলেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরিন আখতার, উপ-উপাচার্য প্রফেসর বেণু কুমার দে, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ্যালমনাই এসোসিয়েসনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম।

সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডীন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস এডমিনিস্ট্রেশনের (সিইউসিবিএ) পরিচালক প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসাইন, চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা হোসেন, সাধারাণ সম্পাদক প্রফেসর সজিব কুমার ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন সিইউসিবিএ এ্যালমনাই এসোসিয়েসনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক এবিএম শিহাব উদ্দিন, মিজানুর রহমান, বিপ্লব চক্রবর্তী, দীপেশ বড়ুয়া, ইউসুফ হোসন, তৌসিফ বিন নাসের প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আশেক রবিন, মিজানুর রহমান, শফিকুল ইসলাম, ইমাম হোসেন রিকু, ইভন, শাওন, রোমেন, আজওয়াদ, শাফিন, মাসুম বিল্লাহ, অন্তরা, মারজানা, সানজিদা, মিথিলা।

সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে পাশে থাকার আহ্বান জানিয়ে সভাপতির বক্তব্য রাখেন রেজাউল ইসলাম ভু্‌ইয়াঁ। এতে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যতম অংশীদার হচ্ছে এ্যালমনাই এসোসিয়েসন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সমাজ জাতির কাছে তুলে ধরার দায়িত্ব এ্যালমনাই এসোসিয়েশনের। এটা এমন একটি প্ল্যাটফর্ম যার দ্বারা প্রাক্তন বর্তমান এবং একটি দক্ষ জনশক্তির মিলবন্ধন তৈরি হয়। ভবিষ্যতে সিইউসিবিএ এ্যালমনাই এসোসিয়েসন এর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরো ভালভাবে যুক্ত থেকে শিক্ষিত সমাজ গঠনে সহযোগিতার আশ্বাস প্রদান করেন বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই ন্যাশনাল পার্কে বিরল প্রজাতির সোনালি রঙের অজগর অবমুক্ত
পরবর্তী নিবন্ধরমজান মুমিন হৃদয়ে পবিত্র শিহরণ জাগায় : নদভী