আলহাজ্ব হোসনে আরা-মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গতকাল রোববার সাবেক মেয়র মনজুর আলমের সাথে কাট্টলীতে বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনায় উপদেষ্টা পরিষদ ও এলাকার প্রতিনিধি সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম। এতে সাবেক মেয়র এম মনজুর আলম বলেন, দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে কাট্টলী, চট্টগ্রামের ৪১ টি ওয়ার্ড সীতাকুণ্ড সহ দেশের বিভিন্ন অঞ্চলে চলছে আমাদের মানবিক সেবা কার্যক্রম। কাট্টলী এলাকায় সেবা কার্যক্রম আরো বিস্তৃত করতে একটি উপদেষ্টা পরিষদ ও কিছু প্রতিনিধি মনোনীত করা হয়েছে। প্রতিনিধিগণ এলাকার দুস্থদের তালিকা প্রদান করবেন। তালিকাভুক্ত ব্যক্তিগনকে মাসিক ভাতাসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হবে। এতে উপস্থিত ছিলেন, সুলতান আহাম্মদ, লোকমান আলী, শফিউল আলম, আলী আজগর চৌধুরী, নেছার আহাম্মদ, মোহাম্মদ ইব্রাহিম, আব্বাস রশিদ, ইঞ্জিনিয়ার তরুণ তপন দত্ত, মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।