কাঙ্ক্ষিত স্বাধীনতা

মুনির শফিক | বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:২৬ পূর্বাহ্ণ

আমরা এনেছি
দেশে স্বাধীনতা
ছুটে পাকি’র পিছু
আমরা সঁপেছি
সবুজের তরে
জান মাল সব কিছু।
আমরা ভেঙেছি
ওই জালিমের
কালো হাত কঠোরতা।
আমরা এনেছি
প্রাণের বদলে
কাঙ্ক্ষিত স্বাধীনতা

পূর্ববর্তী নিবন্ধতাঁরাই মহান
পরবর্তী নিবন্ধবিজয়ের শোকগাথা