কাক-কোকিল

শবনম নার্গিস | রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৬:১২ পূর্বাহ্ণ

উচ্চডালে পুচ্ছ নাচিয়ে কোকিল ধরে গান
ছড়িয়ে দিয়ে বন-বীথিকায় কুহু কুহু তান।
কোত্থেকে এক কাক এসে বলে, ‘ভাই,
আমার সাথে কি দিতে এলে কম্পিটিশন?’
কোকিল বলে, ‘ছি, ছি মশায়,তা কেন হবে?
তাল, লয়, সুরের কতটুকু আমি জানি? তবে
আপনি যদি দয়া করেন শিখতে কিছু চাই।’
কাক বলে, ‘চল তবে দুজন মিলে গাই।’

কাক করে, ‘কা কা।’ কুহু সুরে
দূর উদাসীর মন মাতিয়ে কোকিল ডেকে যায়!
কাক ভাবে, ছাত্র বটে! কী মায়া ছড়িয়ে দিল
বন-বীথিকায়!

পূর্ববর্তী নিবন্ধতোমাকে ছোঁবো বলে
পরবর্তী নিবন্ধবোধের সিঁড়িতে আদিম উল্লাস