কাউন্সিলর প্রার্থীরা কে কত ভোট পেলেন

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ ডিসেম্বর, ২০২০ at ৫:৪৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে গতকাল সোমবার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আনোয়ার হোসেন ভূঁইয়া ৫৮৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলাল হোসেন পেয়েছেন ৪৯১ ভোট। এছাড়া নিজাম উদ্দিন নিজামী ১০ ভোট, সেলিম উদ্দিন ১৮০ ভোট, মো. ইউনুছ মিয়া ২৫ ভোট ও দিদারুল আলম পেয়েছেন ২৯ ভোট। ২নং ওয়ার্ডে বদিউল আলম জসিম ৮১৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুনুর রশীদ পেয়েছেন ৬৩২ ভোট। এছাড়া আকবর হোসেন ১২৪ ভোট ও মোহাম্মদ সেলিম কুরাইশি ২৩৭ ভোট পেয়েছেন। ৩নং ওয়ার্ডে শামসুল আলম আজাদ ৬৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাছির উদ্দিন পেয়েছেন ২১৫ ভোট। এছাড়া স্বপন কুমার বণিক ১২০ ভোট ও মোহাম্মদ ফছিউল আলম ১৭০ ভোট পেয়েছেন। ৪নং ওয়ার্ডে হারাধন চৌধুরী বাবু ১১৮১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অমর শীল কনক পেয়েছেন ২১১ ভোট। এছাড়া আমিনুল ইসলাম বাহার ১৬২ ভোট ও মেজবাউদ্দিন চৌধুরী ১৩১ ভোট পেয়েছেন। ৫নং ওয়ার্ডে ফসিউল আলম চৌধুরী মুরাদ ৬৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হোসেন পেয়েছেন ৩১৯ ভোট। এছাড়া মোফাক্কারুল আলম চৌধুরী ১৫০ ভোট, শহিদউল্লা ১১৩ ভোট ও জোবায়ের হোসেন চৌধুরী ১২০ ভোট পেয়েছেন। ৬নং ওয়ার্ডে দিদারুল আলম এ্যাপেলো ৩৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহুরুল আলম পেয়েছেন ২৪৫ ভোট, এছাড়া নূর মোহাম্মদ ১২০ ভোট ও জহুরুল আলম ৮৮ ভোট পেয়েছেন। ৭নং ওয়ার্ডে ফজলে এলাহী পায়েল ৭০৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রতন মিত্র পেয়েছেন ৪৩০ ভোট। এছাড়া মাকসুদুল আলম ২০২ ভোট ও আকবর হোসেন ৪৪ ভোট পেয়েছেন। ৮নং ওয়ার্ডে মফিজুর রহমান ২৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সালাউদ্দিন পেয়েছেন ১৯০ ভোট। এছাড়া নাছির উদ্দিন ১২৮ ভোট, রফিকুল আলম ১৮৯ ভোট, রফিকুল নবী বাহার ৩০ ভোট, মোহাম্মদ সেলিম ৮৯ ভোট, হুমায়ুন কবির স্বপন ২৭ ভোট ও মোহাম্মদ সোহেল চৌধুরী ৩৭ ভোট পেয়েছেন। ৯নং ওয়ার্ডে জুলফিকার আলী শামীম ৫৪৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহেদ চৌধুরী ফারুক পেয়েছেন ৪৪২ ভোট। এছাড়া মো. বেলাল হোসেন ১২০ ভোট ও মো. শাহ জালাল ৮৯ ভোট পেয়েছেন।
অন্যদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে আনোয়ারা বেগম ১৬৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীমা আক্তার পেয়েছেন ১৩৪৬। এছাড়া লুৎফুরন্নেচ্ছা ৭০২ ভোট, মেহেরুন নেছা বেগম ৫২৭ ভোট ও ফজিলাতুন্নেছা ৬৫৬ ভোট পেয়েছেন। ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে কামরুন নাহার কাকলি ২৯২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকেয়া বেগম পেয়েছেন ৮১৭ ভোট। এছাড়া ফিরোজা বেগম ৬৩৪ ভোট ও আলেয়া বেগম পেয়েছেন ৪১৪ ভোট। ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে খালেদা আক্তার ১৫১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদা বেগম পেয়েছেন ১৪৫৯ ভোট। এছাড়া জেসমিন আক্তার পেয়েছেন ৯৫৯ ভোট।

পূর্ববর্তী নিবন্ধমেয়রে নৌকার বদিউলের জয়
পরবর্তী নিবন্ধউন্মুক্ত স্থানে থার্টি ফার্স্ট নাইট উদযাপন নয় ইনডোরেও লাগবে অনুমতি : সিএমপি