কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর শাখার পরিচিতি সভা

| শনিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর শাখার নতুন কমিটির পরিচিত সভা চেরাগী পাহাড়স্থ ইসলামী হলে গতকাল শুক্রবার বিকেলে সভাপতি কবি সাজিদ ইকবালের সভাপতিত্বে নগর সেক্রেটারি এডভোকেট মামুন জোয়ার্দ্দারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টি স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইলিয়াস। বক্তব্য রাখেন কল্যাণ পার্টির নেতা প্রফেসর ওসমান গনি, এডভোকেট জহুরুল হক আনসারী, সাহাব উদ্দীন শাহীন, মোহাম্মদ মহিউদ্দীন, মেরশেদুল ইসলাম, মরতুজা হোসাইন, খলিল উল্লাহ, খালেদা আক্তার, মো. অলি উল্লাহ, অধ্যাপক রন্‌জন চৌধুরী, ফরিদ উদ্দীন, মোশারফ হোসাইন, আবদুল কাদের, ইয়াকুব আলী, অধ্যাপক কাজল চক্রবতী, সাদ্দাম হোসেন সায়েম, নাজমুল হুদা মিয়াজি, মীর নজিবুল্লাহ কায়সার, মওলানা রেজাউল করিম, কামাল উদ্দীন মোহাম্মদ জাফর, শাহীনুর আকতার প্রমুখ।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইলিয়াস বলেন, দেশে আজ মহাসংকট। এই সংকট থেকে জাতিকে মুক্ত করতে হলে সকল দল নিয়ে সরকারকে অবিলম্বে আলোচনায় বসে সংকটের সমাধানের পথ বের করতে হবে। অন্যথায় জনগণ রাস্তায় নেমে আসলে সরকার পালাবার পথ খুঁজে পাবে না। তিনি নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ। সকল তরুণ তরুণীদেরকে বাংলাদেশ কল্যাণ পার্টির পতাকাতলে আমন্ত্রণ জানাই।
সভাপতি তার বক্তৃতায় বলেন, দেশে আজ চাঁদাবাজ, দুর্নীতিবাজদের আখড়ায় পরিণত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অবিলম্বে জাতিকে এসব সমস্যা থেকে মুক্তির জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের আবৃত্তি সন্ধ্যা
পরবর্তী নিবন্ধমালুমঘাট মেমোরিয়াল ব্যাপ্টিস্ট চার্চে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান