ঢাকাই সিনেমার এই সময়ের আলোচিত নায়িকা পরীমনি। সমপ্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’-সিনেমার শুটিং শেষ করেছেন। কারাগার থেকে বের হওয়ার পর কিছুদিন ট্রমার মধ্যে থাকলেও এখন বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। আর শুটিং শেষ করেই বাংলাদেশ থেকে কলকাতায় গেলেন এই নায়িকা। সেখানে একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করছেন বর্তমানে। একাধিক ছবি ফেসবুক প্রোফাইলে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন পরীমনি। কেবল নিজের নয়, হোটেলেরও একাধিক ছবি শেয়ার করেছেন। ছবিতে পরীর সঙ্গে আরেকজনকে দেখা গেছে।
যদিও তাকে পরিচয় করিয়ে দেননি আলোচিত এ অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাপি ল্যান্ডিং’। পাশে হ্যাশট্যাগে লেখা, কলকাতা ২০২১। তাছাড়া তিনি শপিংয়ের বেশকিছু ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। কলকাতায় কেন গেলেন- সে বিষয়ে এখনো পরীমনি আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাননি। তবে জানা গেছে, চিকিৎসা নিতেই কলকাতা গেলেন এই অভিনেত্রী।