জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদ চট্টগ্রাম মহানগর থানা সমূহের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা কর্ণেল আবু তাহের বীর উত্তমের ৪৭তম প্রয়াণ দিবস উপলক্ষে এক আলোচনা সভা গতকাল চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বাকলিয়া থানা জাসদের সভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও ডবলমুরিং থানা জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম আগ্রবাদীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির নেতা তৈয়বুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাসদ নেতা সুযশময় চৌধুরী।
বক্তব্য রাখেন শ্রমিক জোট কেন্দ্রীয় নেতা হাসান শহীদ রানা, জাসদ মহানগর সাংগঠনিক সম্পাদক মঈনুল আলম খান, জসিম উদ্দিন, সাহাবুদ্দীন সাবু, আরিফ মঈনুদ্দীন, জামাল উদ্দিন, সাকিব উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েমের মাধ্যমে কর্ণেল তাহেরের স্বপ্ন বাস্তবায়ন করার অভিমত ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।