কর্ণফুলীতে নোঙর করে থাকা এফভি পারটেঙ -১ নামে একটি ফিশিং ট্রলারের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি সাম্পান উল্টে যায়। এ সময় সাম্পানের সব যাত্রী তীরে উঠতে পারলেও মোঃ সোহাগ (১৭) নামে এক তরুণ নিখোঁজ হয়। সে কুমিল্লা জেলার লাকসাম কুলতি এলাকার মোঃ করিমের পুত্র।
শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ওই সাম্পানে থাকা সোহাগের বাবা জানান, তার ছেলে সাঁতার জানতো না। নিখোঁজ সোহাগকে উদ্ধারে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে। তবে তার সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে সদরঘাট নৌ থানার ওসি এবিএম মিজানুর রহমান জানান, সাম্পান উল্টে যাওয়ার ঘটনায় একজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে নৌ পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালাচ্ছে।