কর্ণফুলীতে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

| শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ৯:২৭ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলা বড়উঠানে হযরত শাহসূফী কালাচাঁন গাজী (.) স্মৃতি শিক্ষা বৃত্তি পরীক্ষার সনদ প্রদান ও পুরস্কার বিতরণ গত ২০ জানুয়ারি সৈয়দা হোসনে আরা আলম খান ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। মাওলানা গাজী মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও সাইফুর রহমান আরিফের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা হোসনে আরাআলম খান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান।

প্রধান বক্তা ছিলেন বড়উঠান মৌলভী বাড়ী ও ওয়াইজ বিবি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সরওয়ার আলম আল কাদেরী। অন্যান্যদের মধ্যে ৯নং ওয়ার্ডে ইউপি মেম্বার সাজ্জাদ হোসেন খান সুমন, চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের বন্দর বিষয়ক সম্পাদক জহির উদ্দিন টিপু, ফারুক আহমদ, সৈয়দ নুর, মো. ওসমান, মো. মাইনুদ্দিন, ইমতিয়াজ উদ্দিন, আবদুল মাহবুদ, দিদারুল আলম উপস্থিত ছিলের।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপপরিচালক মোজাম্মেল হক। প্রধান অতিথি মোহাম্মদ মোকাম্মেল হক খান বলেনশিশুদের পড়ালেখা জিপিএ’র মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, পড়ালেখার পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধত্রিদিব দস্তিদার নিঃসঙ্গতা ও তারুণ্যের কবি
পরবর্তী নিবন্ধসায়রা সিদ্দিক আইডিয়্যাল স্কুলে পুরস্কার বিতরণী ও সুধী সমাবেশ