কর্ণফুলী-সীতাকুণ্ডে দুই বাইক আরোহীর মৃত্যু

আনোয়ারায় পিকআপ চাপায় প্রাণ গেল শিশুর

পটিয়া, সীতাকুণ্ড ও আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২৭ মে, ২০২২ at ৪:৫৯ পূর্বাহ্ণ

কর্ণফুলী ও সীতাকুণ্ডে পৃথক দুই বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই যুবক। গত বুধবার রাতে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে আবদুল হামিদ (৩০) নামে এক বাইক আরোহী ও গতকাল সন্ধ্যায় সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় ইফতেখার হোসেন মুন্না (৩০) নামের অপর বাইক আরোহী ঘটনাস্থলে নিহত হন। অন্যদিকে আনোয়ারায় ওষুধ পরিবহনের একটি পিকআপ চাপায় দীপংকর কুমার নাথ নামের (১০) এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পটিয়া প্রতিনিধি জানান, মইজ্জ্যারটেক এলাকায় নিহত আবদুল হামিদ উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া ফতেহ আলী মাঝি বাড়ির আবদুর রাজ্জাকের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে হামিদ মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহর থেকে শাহ আমানত সেতু হয়ে কর্ণফুলী উপজেলার নিজ গ্রামে ফিরছিলেন। এসময় টোলপ্লাজা অতিক্রম করে মইজ্জ্যারটেক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে বাইকসহ ছিটকে পড়েন হামিদ। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, একটি চলন্ত ট্রাকের পেছনে বাইকের ধাক্কা লাগলে আব্দুল হামিদ বুকে আঘাত পেয়ে মারা যান।

সীতাকুণ্ড প্রতিনিধি জানান, গতকাল সন্ধ্যায় শীতলপুর এলাকায় অজ্ঞাত কাভার্ডভ্যানের ধাক্কায় ইফতেখার হোসেন মুন্না নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহত মুন্না সীতাকুণ্ড পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ ইদিলপুর গ্রামের চাঁন মিয়ার বলির বাড়ির মো. ইমাম হোসেনের পুত্র। তার এক বছরের কম বয়সী একটি শিশু সন্তান রয়েছে।

জানা যায়, সম্প্রতি উদ্যোগী হয়ে ব্যাংক ও আত্মীয় স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে কয়েকটি ক্ষুদ্র কোম্পানির ডিলারশিপ নিয়ে ব্যবসা শুরু করেন উচ্চ শিক্ষিত মুন্না। কিন্তু তার আর ব্যবসায়ী হয়ে ওঠা হয়নি। ভাটিয়ারী থেকে দোকানদারদের অর্ডারকৃত মালামাল ডেলিভারি দিয়ে মোটরসাইকেল যোগে সীতাকুণ্ডে ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয়।

বারআওলিয়া হাইওয়ে থানার ইনচার্জ নাজমুল হক বলেন, শীতলপুর বাজারে একটি অজ্ঞাত গাড়ি এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারা প্রতিনিধি জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের কালাবিবি দীঘির মোড়ে পিকআপ চাপায় ১০ বছর বয়সী শিশু দীপংকর কুমার নাথ নিহত হয়। নিহত শিশু পটিয়া উপজেলার মালিয়াপাড়া গ্রামের সুমন নাথের পুত্র। সে চাতরী গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসে এক খালাতো ভাইয়ের সঙ্গে কালাবিবির দীঘির মোড় এলাকায় ঘুরতে গেলে দুর্ঘটনার শিকার হয়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম জানান, পিএবি সড়কের কালাবিবি মোড়ে সড়ক পার হওয়ার সময় পিকআপ চাপায় শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গাড়িসহ চালককে আটক করেছে। আটককৃত গাড়িটি স্কয়ার কোম্পানির।

পূর্ববর্তী নিবন্ধএকই দরে ডলার কেনাবেচা করবে ব্যাংক
পরবর্তী নিবন্ধবান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে, তিন বুয়েট কর্মচারী নিহত