শাহ আমানত সেতু সংলগ্ন কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ড্রেজারসহ ৫ জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কর্ণফুলী নদীর শাহ্ আমানত সেতু এলাকায় এ অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পীযুষ কুমার চৌধুরী।
এসময় অনুমোদনহীন ড্রেজার ও বাল্কহেড সহযোগে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫ জনকে আটক করা হয়। আটকের পর এগুলো কর্ণফুলী থানার জিম্মায় পুরাতন ব্রিজ ঘাটে রাখা হয়। বালি উত্তোলনকাজে জড়িত থাকার অভিযোগে আটককৃতরা হল লক্ষীপুর রামগতি এলাকার আবদুল বাকের (৪০), একই এলাকার মো. আজম, পটুয়াখালী দশমিনা এলাকার মো. সবুজ আকন (২৫), একই এলাকার ছিরু মিয়া (৪৫), লক্ষীপুর চন্দ্রগঞ্জ এলাকার মো. মোশাররফ হোসেন।
এ বিষয়ে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পীযুষ কুমার চৌধুরী জানান, আইন অনুযায়ী সেতুর এক কিলোমিটারের মধ্যে কোন ধরণের বালি উত্তোলন করা যাবে না। তারা এ নিয়ম অমান্য করে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিল। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটকৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।