নগরীর কর্ণফুলী থানার টোল প্লাজা এলাকা থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ মো. হৃদয় প্রকাশ অন্তর (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার (২৩ মে) ভোর সোয়া ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। হৃদয় কুমিল্লা জেলার বুড়িচং থানার রাজাপুর নোয়াপাড়া সাহেব বাড়ির মৃত আব্দুল হাকীমের ছেলে। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মিনি ট্রাকও জব্দ করা হয়েছে।
সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) নোবেল চাকমা জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।











