কর্ণফুলী ও পটিয়া উপজেলায় পৃথক অগ্নিকাণ্ডে ১২টি বসতঘর পুড়ে গেছে। স্থানীয়রা জানান, গতকাল বুধবার দুপুরে কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়নের গোদার পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন নুরুল আকতার, হাসমত আলী, আবুল হোসেন, মো. আনছার ও ওসমান গণি।
শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস, ইউএনও শাহিনা সুলতানা ও এসিল্যান্ড সুকান্ত সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান। আজ বৃহস্পতিবার তাদের পোশাক বিতরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
এসিল্যান্ড সুকান্ত সাহা বলেন, আর্বজনা থেকে আগুনের সূত্রপাত হয়। আশপাশে পুকুর থাকায় ফায়ার সার্ভিস পৌঁছাবার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে এর মধ্যে ৬টি বসতঘর পুড়ে যায়।
অপরদিকে এর আগে গত মঙ্গলবার রাত ১২টায় পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন মো. করিম, মো. রহিম, জসিম উদ্দিন, মোখতার হোসেন, দিলদার হোসেন ও এমরান হোসেন। তবে কি কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, তা এখনো জানা যায়নি।