করোনায় হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোস্তফা কামালের ইন্তেকাল

| বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১০:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক, ইউএসটিসির বিভাগীয় প্রধান ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. এসএম মোস্তফা কামাল (৬৪) করোনা আক্রান্ত হয়ে গত মঙ্গলবার রাত দশটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান।
গতকাল বুধবার বাদ মাগরিব নগরীর মিসকিন শাহ মাজার প্রাঙ্গণে পঞ্চম নামাজে জানাজা শেষে পিতার কবরের পাশে তাকে চিরশায়িত করা হয়। এর আগে সকালে তার কর্মস্থল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ইউএসটিসি হাসপাতাল, পাথরঘাটার বাসা এবং চন্দনাইশের দোহাজারী জামিরজুরি নিজ গ্রামে তার পৃথক নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ডা. মোস্তফা কামাল হার্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটিসহ বিভিন্ন চিকিৎসাসেবা সংঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে নেতৃত্ব দেন। চিকিৎসা ব্যবস্থার ওপর তিনি বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লিখতেন কলাম। তিনি গরীবের চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। জুন মাসের মাঝামাঝিতে তিনি করোনায় আক্রান্ত হলে তাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ২৬ জুন নেওয়া হয় ঢাকার একটি হাসপাতালে। সেখানে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার তিনি না ফেরার দেশে চলে যান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকারাগারে নারী ইউপি সদস্যসহ দুই যুবক
পরবর্তী নিবন্ধকর্মহীন ৫ শতাধিক দরিদ্র পেল বসুন্ধরার ত্রাণ