করোনায় আক্রান্ত হয়ে সেরে উঠা রোগীদের ফলোআপ সেবায় ‘ফলোআপ ক্লিনিক’ চালু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে। হাসপাতালের তিন তলায় মেডিসিন ১৩নং ওয়ার্ডের একটি ক্লাস রুমে এই সেবা দেয়া হচ্ছে। প্রতি শনি ও মঙ্গলবার (সপ্তাহে দুই দিন) সকাল দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত করোনা থেকে সুস্থ হওয়া রোগীরা এখানে সেবা পাচ্ছেন।
করোনা থেকে সুস্থ হওয়ার পরও যারা বিভিন্ন জটিলতায় ভুগছেন, বিশেষ করে তাদের ফলোআপ সেবার জন্যই এ ক্লিনিক চালু করা হয়েছে বলে জানিয়েছেন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুযত পাল। তিনি বলেন, করোনা থেকে সেরে উঠার দুই সপ্তাহ পর যে কেউ এই ক্লিনিকে এসে সেবা নিতে পারেন। সপ্তাহে নির্ধারিত দুইদিন আমরা এই ফলোআপ সেবা দিচ্ছি। মেডিসিনের চিকিৎসক ছাড়াও অন্যান্য বিভাগের চিকিৎসকরাও এই ফলোআপ সেবায় যুক্ত থাকছেন বলেও জানান অধ্যাপক ডা. সুযত পাল।












