বন্দীত্ব বরণ!
করোনা রবে কি আমরণ?
জানিনা ভবিতব্য!
শুধু জানি মৃত্যুই একমাত্র গন্তব্য।
করোনায় অচেতন জনজীবন,
নিজেকে শুদ্ধ করতে লড়ছি প্রাণপণ।
ধরেছি নামায-রোজা নিয়মিত,
খোদার ডাক লাগে অমৃত।
করোনা ফিরিয়েছে দ্বীনে,
মোহ ছাড়া হয়েছে বীণে।
মুক্তির পথেই আলো দেখি,
কুরআন সুন্নাহ মেনে চলতে শিখি।