করোনা পরবর্তী বিশ্বে টিকে থাকতে দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই

বিজিসি ট্রাস্ট ভার্সিটির ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপাচার্য

| শনিবার , ১৭ অক্টোবর, ২০২০ at ৫:৪০ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে এমবিএ ও এমএ ইন ইংলিশ প্রোগ্রামের অনলাইন ওরিয়েন্টেশন গতকাল সকাল ১০টায় এমবিএ কো-অর্ডিনেটর ও সহযোগী অধ্যাপক কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর আ ন ম ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার, বক্তব্য রাখেন বিবিএ কো-অর্ডিনেটর ড. মো. সরওয়ার উদ্দিন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক খালেদ বিন চৌধুরী। সহকারী অধ্যাপক ধীমান বড়ুয়ার সঞ্চালনায় উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এমরান আহমদ তামিম, জান্নাতুল মাওয়া প্রমুখ। অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন ও ইংরেজি বিভাগের শিক্ষকমণ্ডলীসহ এমবিএ ও এমএ ইন ইংলিশ প্রোগ্রামের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীরা অনলাইনে সংযুক্ত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি একটি আদর্শের উপর প্রতিষ্ঠিত। উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি ও মানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্য এ বিশ্ববিদ্যালয় প্রতষ্ঠা করা হয়। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে পরিচালিত প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তাছাড়া তিনি কোভিড-১৯ পরবর্তী প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহামুনি আর্যসত্য প্রজ্ঞা বিমুক্তি বিহারে কঠিন চীবর দান
পরবর্তী নিবন্ধচুয়েটে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে ওয়েবিনার