কবিতায় সম্প্রীতির বার্তা

আবৃত্তি উৎসব ছড়িয়ে দিতে হবে গ্রাম পর্যায়ে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ ডিসেম্বর, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

কবিতার মধ্য দিয়ে সারাদেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের আয়োজনে চট্টগ্রাম বিভাগীয় আবৃত্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘উচ্চ কণ্ঠে উচ্চারো আজ মানুষ মহীয়ান’ শীর্ষক উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, আবৃত্তি উৎসব শুধু বিভাগীয় শহরে সীমাবদ্ধ রাখলে হবে না। উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। তৃণমূলে আবৃত্তির প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আবৃত্তি চর্চার উদ্যোগ নিতে হবে। আমাদের প্রজন্ম যেন আবৃত্তি চর্চার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশকে চিনতে পারে। কবিতার মধ্য দিয়ে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা, সম্প্রীতির বার্তা কবিতার মধ্য দিয়ে ছড়িয়ে দিতে হবে।
উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক আবদুল হালিম দোভাষের সভাপতিত্বে ও আবৃত্তি শিল্পী সংসদের যুগ্ম সদস্য সচিব মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দীন, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের আহবায়ক জয়ন্ত চট্টোপাধ্যায় ও সদস্য সচিব রূপা চক্রবর্ত্তী, সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি অঞ্চল চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য মোসলেম উদ্দীন শিকদার এবং আবৃত্তি শিল্পী সংসদের যুগ্ম সদস্য সচিব ফারুক তাহের।
অভ্যুদয় সঙ্গীত অঙ্গনের শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। আবৃত্তি ও নৃত্যের যুগলবন্দীতে ছিলো স্বপন দাশ ও তার দল। আবৃত্তি শিল্পী প্রনব চৌধুরী এবং শারমিন মুস্তারীর উপস্থাপনায় উৎসবে আবৃত্তি পরিবেশন করেন সংসদের যুগ্ম আহবায়ক ডালিয়া আহমেদ, দেওয়ান সাঈদুল হাসান, যুগ্ম সদস্য সচিব মাশকুর এ সাত্তার কল্লোল, নাজমুল আহসান, মাসুম আজিজুল বাসার, সুকান্ত গুপ্ত।
চট্টগ্রামের ১১ জেলা থেকে আমন্ত্রিত আবৃত্তি শিল্পী জসীম উদ্দীন বকুল, সারওয়ার নাইম, পৃথ্বিরাজ দত্ত, রিয়াজ হায়দার, আল আমীন শাহীন, মুক্তা পীযূষ, মুরাদ আল হাসান, রিপন দাশ, চিংহ্লা মং চৌধুরী এবং উহ্লায়ী মারমা আবৃত্তি পরিবেশন করেন। এছাড়া চট্টগ্রাম জেলা থেকে সঞ্জিব বড়ুয়া, শুভ্রা বিশ্বাস, মিলি চৌধুরী, রেখা নাজনীন, আয়েশা হক শিমু, শাহেদুল ইসলাম, এস এম এরফান, জেবুন নাহার শারমিন, অনির্বান চৌধুরী, ইকবাল জুয়েল, সেঁজুতি দে, সুপ্রিয়া চৌধুরী, ঐশী পাল, বর্ষা চৌধুরী, তারিমিন পুষ্পা, ফাইরুজ দুর্দানা, বোরহান উদ্দীন, বোধন আবৃত্তি পরিষদ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, তারুণ্যের উচ্ছাস এবং শৈশব বাচিক চর্চা কেন্দ্র বৃন্দ আবৃত্তি পরিবেশন করে। দলীয় নৃত্যে ছিলেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।
উল্লেখ্য, দেশব্যাপী এ আয়োজন গত ১৪ নভেম্বর শুরু হয় সিলেট বিভাগে এবং এরপর পর্যায়ক্রমে ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর, ঢাকা এবং সর্বশেষ চট্টগ্রামে স্ব স্ব বিভাগের জেলাসমূহের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ১৩ জন করোনায় আক্রান্ত
পরবর্তী নিবন্ধআমীর খসরুর বিরুদ্ধে অভিযোগপত্র