কবিতাপ্রেমী

শাম্মী সকাল | রবিবার , ৭ মার্চ, ২০২১ at ৯:৩২ পূর্বাহ্ণ

আমি একাকীত্বে কিংবা
তোমার নিঃসঙ্গতায় মরি না
মরি না ক্ষুধা কিংবা অগ্নিলাভায়
কেবল বারবার মরি, না চাইতেই মরি
কবিতার ক্ষুধায়।

আমি জলোচ্ছ্বাসে নাচি না
নাচি না বৃষ্টির ঝুমঝুম শব্দে
আমি তো পাগলের বেশে নাচি
কবিতার মধুময়ী ছন্দে।

তোমার মিলন পিপাসায় কাঁদি না
কাঁদি না শরীর কিংবা মনের ব্যথায়,
আমিতো তীব্র চিৎকারে কেঁদে উঠি
কবিতায় অন্ত্যমিলের আশায়।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটিকে এক লাখ টাকা অনুদান
পরবর্তী নিবন্ধবিহঙ্গ মায়া