কপোত খেলাঘর আসর ও মৈত্রী খেলাঘর আসরের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কপোত খেলাঘর আসর ও মৈত্রী খেলাঘর আসরের সহ-সভাপতি মিজানুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নাছির উদ্দিন, সাবেকুন নাহার ঝর্না, ফয়েজুর রব মুন্না, আয়শা আক্তার নাজু, শাহাদাত আলম ডালিম ও সলিমুল্লা চৌধুরী শাহেদ। সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন সেতু, অনামিকা, আলিশা, হিমি চাকমা, হুমাইয়ারা আনজুম, সায়রা সালসাবিল। সংগীত ও নৃত্য পরিবেশন করেন ফারিহা, অহনা বিথি, ঐশী, সামিয়া, সিনথিয়া, ফারিহা, মারিহা, নাদিয়া, সাদিয়া হোসেন মিম, নেহা, নাভিদ, আরিয়ান প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন তাছমিয়া আরিফিন । প্রেস বিজ্ঞপ্তি।