কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে নওজোয়ানের বিশাল জয়

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:৪১ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব বিশাল জয় পেয়েছে। গতকাল সোমবার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় আগ্রাবাদ নওজোয়ান ১৯৮ রানের ব্যবধানে রিজেন্সী স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। টসে জিতে রিজেন্সী নওজোয়ানকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নওজোয়ান নির্ধারিত ৫০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান তুলে নেয়। দলের হয়ে কপিল উদ্দিন এবং সুদীপ্ত দেব অর্ধশতক হাঁকান। কপিল ৫০ রানে আউট হয়ে গেলেও সুদীপ্ত ৫২ রানে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার সাফায়েত হোসেন ইফতি ৩৮, সুমন ১৩, আবিদ মাহমুদ চৌধুরী ৩২ এবং ইমরান বিন সিরাজ অয়ন ২৫ রানে অপরাজিত থাকেন। অতিরিক্ত রান হয় ২০। রিজেন্সী স্পোর্টস ক্লাবের তানভীর হাসান ৪২ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। এছাড়া আবু বকর সিদ্দিক ২টি এবং শাহরিয়ার হোসেন ১টি উইকেট লাভ করেন। জবাব দিতে নেমে আগ্রাবাদ নওজোয়ানের বোলিং তোপে রিজেন্সী স্পোর্টস ক্লাব ২৪.১ ওভার খেলে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে ইশমাম আলম ১০,শাহরিয়ার হোসেন ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১০ রান। বাকিদের কেউ দ্বি-অংকে যেতে পারেননি। চারজন ব্যাটার কোন রান করতে পারেননি। আগ্রাবাদ নওজোয়ানের সবুজ মাত্র ৪ রান দিয়ে ৪টি, তানভীর হোসেন ১৪ রান দিয়ে ৩টি উইকেট দখল করে নেন। এছাড়া সারওয়ার সাকিব এবং রাসিফ উদ্দিন ১টি করে উইকেট পান। প্রথম বিভাগ ক্রিকেট লিগে আজকের খেলায় অংশ নেবে কোয়ালিটি স্পোর্টস ক্লাব এবং নিমতলা লায়ন্স ক্লাব। সাগরিকার মহিলা কমপ্লেক্স মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধরিকভারি টেবিল টেনিস লিগ সম্পন্ন
পরবর্তী নিবন্ধচন্দনাইশ ও নেমা একাডেমি সেমিতে