কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে

| মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৫:০২ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম সারাহ্‌ ফারজানা হক এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মো. এরফান খান আফ্রিদিকে আদালতে হাজির করে তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। গতকাল সোমবার দপুর ২টা ২৫ মিনিটের দিকে তৌহিদ আফ্রিদিকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর তাকে এজলাসে তোলা হয়। তৌহিদ আফ্রিদির পক্ষে তার আইনজীবী মোহাম্মদ খায়রুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। খবর বিডিনিউজের।

তিনি বলেন, তৌহিদ আফ্রিদি আওয়ামী লীগের কেউ না। বাদী এফিডেভিট দিয়ে বলেছে, ভুল তথ্যে মামলায় তাদের আসামি করা হয়েছে। আসামি জামিন, অব্যাহতি বা খালাস পেলে তার আপত্তি নেই। ঘটনার সাথে তার সম্পৃক্ততা নেই। রিমান্ডের যৌক্তিকতা নেই। তার রিমান্ড নামঞ্জুর করে জামিনের প্রার্থনা করছি।

রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামসুদ্দোহা সুমন আফ্রিদির রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

আফ্রিদিকে ‘মিডিয়া সন্ত্রাসী’ দাবি করে আইনজীবী সুমন বলেন, এই আসামি লাইভে এসে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে আন্দোলনকারীদের নারকীয় হত্যা করতে উৎসাহিত করেন। তাকে রিমান্ডে নিলে জানা যাবে কারা এ হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত কার কি নির্দেশনা ছিল। তার সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করছি। শুনানি শেষে আদালত আফ্রিদির ৫ দিনের রিমান্ডের আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানিয়েছেন।

বেসরকারি টেলিভিশন স্টেশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে রোববার রাতে সিআাইডির একটি দল বরিশাল থেকে গ্রেপ্তার করে।

পূর্ববর্তী নিবন্ধপিসিটি থেকে সাউথ কন্টেনার ইয়ার্ডে পণ্য স্থানান্তরে এনবিআরের অনুমোদন
পরবর্তী নিবন্ধলুটের অস্ত্রের তথ্য দিলে ৫০০ থেকে ৫ লাখ টাকা পুরস্কার