কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালরে উদ্যোগে জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য বোরহান উদ্দিন মো. এমরানের সংবর্ধনা অনুষ্ঠান প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সংবর্ধিত অতিথি বলেন, জীবনের পরম লক্ষ্য হওয়া উচিত মানবসেবা।
যেখানে উপলব্ধি করা যায় জীবনের পরম সৌন্দর্য্য। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে এবং অবকাঠামো উন্নয়নে তিনি দৃঢ় মত ব্যক্ত করেন।
আলোচনায় অংশগ্রহণ করেন দীপক কুমার চৌধুরী, লিটন ধর, মহিউদ্দিন আহমেদ, জমিউল হুদা সোহেল, সেকান্দর শাহ্, মুনমুন চক্রবর্তী, প্রিয়াঙ্কা বিশ্বাস, উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রানী শীল, মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, এনামুল হক, জাহেদুল ইসলাম জামশেদ, রাশেদুল ইসলাম রাশেদ, মহিউদ্দিন সুজন, প্রকাশ ঘোষ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করেন রাজশ্রী চৌধুরী, পুনম চক্রবর্তী, স্নেহা চৌধুরী, অথৈ চৌধুরী, দীঘি চৌধুরী, প্রেমা দে, উম্মে হাবিবা, ঊর্মিলা দত্ত।