কত টাকা বেতন ও কি কি সুবিধা পাবেন জো বাইডেন?

আজাদী ডেস্ক | শুক্রবার , ২২ জানুয়ারি, ২০২১ at ১০:০৯ পূর্বাহ্ণ

বিশ্বের সব থেকে শক্তিশালী মানুষ বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে। এই পদের সঙ্গে প্রচুর শক্তি এবং সুযোগ সুবিধা পান একজন। এবার সেই সুযোগ পাওয়ার পালা জো বাইডেনের। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, দায়িত্বে থাকাকালীন প্রেসিডেন্টদের একটি নির্দিষ্ট অংকের বেতন দেওয়ার নিয়ম আছে। ইউএস কোডের অনুচ্ছেদ ৩ বলছে, একজন প্রেসিডেন্ট বছরে বেতন হিসেবে ৪ লাখ ডলার (অর্থাৎ মাসে ২৮ লাখ টাকার বেশি) পাবেন।
এছাড়া প্রতি বছর আনুষঙ্গিক ব্যয় হিসেবে ৫০ হাজার ডলার (৪২ লাখ টাকার বেশি), বেড়ানোর জন্য ১ লাখ ডলার (প্রায় ৮৫ লাখ টাকা) এবং বিনোদন ভাতা হিসেবে বছরে ১৯ হাজার মার্কিন ডলার (১৬ লাখ টাকার বেশি) পাবেন। হোয়াইট হাউসের নতুন বাসিন্দা হিসেবে বাড়িটি নতুন করে সাজানোর জন্য এক লাখ ডলার (প্রায় ৮৫ লাখ টাকা) পাবেন জো বাইডেন।
দায়িত্ব ছেড়ে দেওয়ার পরও মার্কিন প্রেসিডেন্টরা সরকারি তহবিল থেকে নির্দিষ্ট অংকের বেতন পান। এছাড়াও সার্বক্ষণিক নিরাপত্তা, স্বাস্থ্যবিমার মতো কিছু সুবিধা অব্যাহত থাকে। তবে প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের সাজসজ্জার জন্য আলাদা করে কোনো অর্থ বরাদ্দ থাকে না। কোনো ডিজাইনার যদি পোশাক উপহার দিতে চান, সাধারণত তা গ্রহণ করার নিয়ম নেই। প্রেসিডেন্ট যদি উপহার গ্রহণ করেনও, একবার পরার পরই সেটি জাতীয় সংগ্রহশালায় জমা দিয়ে দিতে হয়।

পূর্ববর্তী নিবন্ধদুইবার অভিশংসিত ট্রাম্প কি পেনশনের টাকা পাবেন?
পরবর্তী নিবন্ধভারতের সেরামে অগ্নিকাণ্ড মৃত্যু ৫ জনের