দেশে করোনাভাইরাস মহামারীর সংক্রমণ মোকাবেলায় আগামী ১৪ এপ্রিল শুরু হতে যাওয়া ‘সর্বাত্মক লকডাউনের’ মধ্যে বাংলাদেশ থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট চলবে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান আজ রবিবার (১১ এপ্রিল) বলেন, “আগামী ১৪ থেকে ২০ এপ্রিল বাংলাদেশ থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করবে না। এই সময়ে দেশের বাইরে থেকেও কোনো ফ্লাইট দেশে আসতে পারবে না।” বিডিনিউজ
তবে এই সময়ে কার্গো ফ্লাইট, চার্টার্ড ফ্লাইট চলবে; কেউ বিদেশে চিকিৎসার জন্য যেতে চাইলে বিশেষ ফ্লাইটে যেতে পারবেন বলে জানান তিনি।
তিনি বলেন, “সরকার ঘোষিত প্রথম দফা লকডাউনে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ ছিল। দ্বিতীয় দফা লকডাইনে সেই ফ্লাইটগুলোও বন্ধ থাকবে।”
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন আজ রবিবার শেষ হওয়ার কথা থাকলেও তা ১৩ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এই এক সপ্তাহের লকডাউন ঢিলেঢালাভাবে চলায় সংক্রমণ কমানো যায়নি বরং ভয়াবহ রূপ নেওয়ায় এবং জনগণের অবহেলা ও উদাসীনতার কারণে সরকার ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের ‘সর্বাত্মক লকডাউন’ দেওয়ার পরিকল্পনা নিয়েছে।