কক্সবাজার শহরের কলাতলী পয়েন্ট সৈকতে গত বুধবার সামুদ্রিক জোয়ারের সাথে ভেসে আসা সেই মরা জেলিফিশগুলো ‘বল নুইন্না’ বা Crambionella annandalei প্রজাতির জেলিফিশ বলে শনাক্ত করা হয়েছে।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের (বোরি) বিজ্ঞানীরা মৃত জেলিফিশগুলোর নমুনা সংগ্রহের পর গবেষণাগারে পরীক্ষা–নিরিক্ষা করে এ তথ্য নিশ্চিত হন বলে জানান বোরি মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর। তিনি বলেন, গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে শহরের কলাতলী পয়েন্ট সৈকতে শত শত মরা জেলিফিশ ভেসে আসার খবর পেয়ে বোরি’র কুইক রেসপন্স টিমের বিজ্ঞানীরা ঘটনাস্থলে যান এবং প্রজাতি শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করেন। কক্সবাজার সৈকতে গত ৮/১০ বছরের মধ্যে এবারই প্রথম এই জাতের জেলিফিশ ভেসে আসতে দেখা যায়। পরে গবেষণাগারে সেই মৃত জেলিফিশের নমুনা পরীক্ষা–নিরিক্ষা করে এটি ‘ক্রেম্বায়োনেলা এনানডেলি’ প্রজাতির জেলিফিশ বলে নিশ্চিত হয়, যেটি স্থানীয়দের কাছে ‘বল নুইন্না’ হিসাবে পরিচিত।বোরি মহাপরিচালক বলেন, বিশ্বে প্রায় ২৫০০ প্রজাতির জেলিফিশ রয়েছে। এরমধ্যে ১০/১২ প্রজাতির জেলিফিশ কক্সবাজার উপকূলে দেখা যায়। এরমধ্যে ‘বল নুইন্না’ অন্যতম। তবে কক্সবাজার উপকূলে সবচেয়ে বেশি পাওয়া যায় ‘ধলা নুইন্যা/বর নুইন্না’ বা হুয়াইট টাইপ জেলিফিশ, যেটি খাওয়ার উপযোগী। ‘বল নুইন্না’ খাওয়ার উপযোগী কিনা, তা নিয়েও পরীক্ষা–নিরিক্ষা করছেন বিজ্ঞানীরা।