পর্যটকদের সেবা ও সার্বিক নিরাপত্তা বৃদ্ধির প্রত্যয় নিয়ে কক্সবাজারে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে সমুদ্র সৈকতে বসছে সপ্তাহব্যাপী পর্যটন মেলা। আর এ মেলা উপলক্ষে হোটেল-রেস্তোরাঁয় দেয়া হচ্ছে বিশেষ ছাড়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট (এডিএম) মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, দেশী-বিদেশী পর্যটকদের কাছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত তুলে ধরার জন্য মঙ্গলবার থেকে সপ্তাহব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলাকালীন সময়ে আবাসিক হোটেলগুলোতে ২৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে হোটেল-মোটেল মালিক সমিতি। পাশাপাশি রেস্তোরাঁগুলোতে দেওয়া হবে ১৫ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়া সৈকতের কিটকট (বিচ ছাতা), বিচ বাইক, ওয়াটার বাইক, প্যারাসাইলিং, ছবি তোলাসহ পর্যটন সংশ্লিষ্ট অন্যান্য সেবার ক্ষেত্রেও মোটা অংকের ছাড় রয়েছে।
তিনি জানান, জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটি আয়োজিত এ মেলায় বসছে ২৩০টি স্টল। এতে স্থানীয় নানা পণ্য, জনপ্রিয় আচার, শুটকি, পিঠাসহ থাকবে হরেক রকমের আয়োজন। মেলা উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৌতুক, বিচ ফুটবল ও ক্রিকেটসহ কঙবাজারের নানান ঐতিহ্য নিয়ে রয়েছে নাটক পরিবেশনা। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় সৈকতে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে এই মেলা।
কঙবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেস সিকদার বলেন, সমিতিভূক্ত প্রতিটি হোটেলে একটি কক্ষ মাত্র ৮ শত টাকায় এক রাতের জন্য ভাড়া পাওয়া যাবে। এছাড়া এসব হোটেলের নিজস্ব রেস্তোরাঁতেও পাওয়া যাবে বিশেষ ছাড়।