অসদাচরণ ও নাজেহাল করার অভিযোগে গতকাল রোববার কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত বর্জন করেছেন আইনজীবীরা। সকালে নির্ধারিত সময়ে এজলাসে বিচারক বসলেও বিচার কার্যক্রমে অংশ নেননি কোনো আইনজীবী। এ পরিস্থিতিতে আজ সোমবার সকালে আবারও বিশেষ সাধারণ সভা আহ্বান করেছে আইনজীবী সমিতি।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আব্বাস উদ্দিন জানিয়েছেন, বিচারক আদালতে এসে দাপ্তরিক কাজ করেছেন, এজলাসেও বসেছিলেন। তবে বিচারিক কাজ হয়েছে কী না জানা নেই।
তিনি বলেন, ‘বিচারকদের সাথে আইনজীবী নেতাদের একটি বৈঠক হয়েছে সেটা জানি। কিন্তু বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে আমার জানা নেই।’
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ইকবালুর রশীদ আমিন সোহেল জানান, বিচারিক কার্যক্রমে অনিয়ম, আইনজীবীদের সাথে অসদাচরণ ও নাজেহাল করার প্রতিবাদে শনিবার অনুষ্ঠিত সমিতির বিশেষ সাধারণ সভায় আইনজীবীরা আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত মতে রোববার কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত বর্জন করেছেন আইনজীবীরা। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্য সোমবার সকালে আবারও বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়েছে।