শেষ মুহূর্তের গোলে বেঁচে রইল জার্মানির আশা

আজাদী অনলাইন | সোমবার , ২৮ নভেম্বর, ২০২২ at ৩:১৩ পূর্বাহ্ণ

শেষ মুহূর্তে জার্মানির পক্ষে সমতাসূচক গোলটি করে জার্মানির আশা বাঁচিয়ে রাখলেন বদলি খেলোয়াড় নিকলাস ফুলক্রুগ।

দু’টি বড় দলের ম্যাচে রোমাঞ্চ-নাটকীয়তা থাকবে না তা কী করে হয়! প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধের চিত্রটি যেন সম্পূর্ণ বিপরীত।

খেলার ৬২তম মিনিটে আলভারো মোরাতার দেয়া গোলে এগিয়ে যায় স্পেন। বদলি খেলোয়াড় হিসেবে ফুলক্রুগ সেই গোল শোধ করে খেলায় সমতা আনেন ৮৩ মিনিটে।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় জার্মানি-স্পেন ম্যাচটি।

আল বায়িত স্টেডিয়ামে দারুণ এক ম্যাচ হয়েছে সেটা বলাই যায়।

শেষ মুহূর্তে নিকলাস ফুলক্রুগ সমতাসূচক গোলটি করতে না পারলে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের আর আশা ছিল না কারণ তারা প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে হেরে বসে আছে ২-১ গোলে।

পূর্ববর্তী নিবন্ধবিদায় নিচ্ছে কানাডা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে জেলা জজের আদালত বর্জন আইনজীবীদের