কক্সবাজারের ঈদগাঁও থেকে মো. ইয়াছিন(২৫) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঈদগাঁও বাজারের মামনি হাসপাতাল সংলগ্ন আমির হোছাইনের (প্রকাশ-মাস্টার) গ্যারেজ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত ইজিবাইক চালক মো. ইয়াছিন ঈদগাঁও সদর ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া (৩নং ওয়ার্ডের) গ্রামের জমির উদ্দিনের ছেলে। তবে তিনি স্ত্রী-সন্তান নিয়ে পার্শ্ববর্তী ইসলামপুর ইউনিয়নের ভিলেজার পাড়ায় বসবাস করতেন এবং তার দু’বছর বয়সী এক কন্যা সন্তানও রয়েছে বলে জানান তার স্ত্রী তাজমিন আক্তার।
তিনি জানান, তার স্বামী আজ রবিবার সকাল ৯টার দিকে খাওয়া-দাওয়া সেরে ইজিবাইক নিতে গ্যারেজের উদ্দেশে বের হন। প্রায় দেড় ঘণ্টা পর তিনি জানতে পারেন তার স্বামী ইয়াছিন মারা গেছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবদুল হালিম জানান, একটি টমটম (ইজিবাইক) গ্যারেজের ভেতর থেকে মো. ইয়াছিন নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।