সাইনবোর্ডে বাংলা না লেখায় আট ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৮ অপরাহ্ণ

সাইনবোর্ডে বাংলা না লেখায় আট ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিক-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

দণ্ডিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে নাসিরাবাদ সিডিএ এভিনিউ এলাকার দি সিরিয়াল গ্রিলারকে সাত হাজার টাকা, ভিআইপি ইলেক্ট্রনিক্সকে পাঁচ হাজার টাকা, লিগ্যাসী ফার্নিচারকে দুই হাজার হাজার টাকা, রাইজকে এক হাজার হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া পোর্ট কানেক্টিং রোডের বড়পুল এলাকার সিঙ্গার প্লাসকে তিন হাজার টাকা, অনিকর্ন লিমিটেডকে দুই হাজার টাকা, এক্সেস রোডের ব্রাইট স্টার লাইটিংকে দুই হাজার টাকা ও স্টার রেফ্রিজারেশনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরিটকারী সেই দুই শিক্ষার্থী ভর্তি হলো চবিতে
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার