কক্সবাজারে আটক ইকবালকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

আজাদী অনলাইন | শুক্রবার , ২২ অক্টোবর, ২০২১ at ৩:২৪ অপরাহ্ণ

বহুল আলোচিত পূজা মণ্ডপের ঘটনায় সন্দেহভাজন আটককৃত ইকবালকে শুক্রবার (২২ অক্টোবর) সকালে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করেছে কক্সবাজার পুলিশ প্রশাসন। পুলিশের একটি টিম তাকে নিয়ে সকালেই কুমিল্লার পথে রওয়ানা হয়ে গেছে। ইকবাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ দিকে কক্সবাজার সৈকত থেকে আটক হয়। কক্সবাজার পুলিশ সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানিয়েছেন, সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ইকবাল নামে একজনকে রাতে আটক করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাকে কুমিল্লার পূজা মণ্ডপের ঘটনার সাথে জড়িত সেই ইকবাল বলে সনাক্ত করা হয়েছে। আটক ইকবালকে শুক্রবার সকালে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান- আটক ব্যক্তি কুমিল্লার ঘটনার সাথে জড়িত ইকবাল কিনা তা কুমিল্লা পুলিশ নিশ্চিত করবে। তিনি জানান- আটক ব্যক্তি সৈকতে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সৈকত থেকে তাকে গ্রেফতার করে। সূত্র: বাসস

পূর্ববর্তী নিবন্ধআমিরাতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত
পরবর্তী নিবন্ধবান্দরবানে কঠিন চীবর দানোৎসব শুরু