কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে হঠাৎ দেখা গেল ডলফিনের ঝাঁক। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টের কাছাকাছি সাগরে জলফিন গুলোকে মনের আনন্দে দাপাদাপি করতে দেখেন উপস্থিত পর্যটক ও স্থানীয়রা। এসময় একজন ওয়াটার বাইক চালক সেই দৃশ্য ভিডিও ধারণ করেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শুক্রবার সকালে ভোরের সূর্য সবে উঠতে শুরু করেছে। সৈকতের ব্যবসায়ীরা পর্যটক আগমনের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় দেখা দেয় ৪/৫টি ডলফিন। লাইফগার্ড কর্মীরা বলছেন, শীত মৌসুমে মাছ চলে আসে সাগরের কিনারায়। তাই ডলফিনও মাছ শিকারে আসে সমুদ্র পাড়ের কাছাকাছি। সৈকতের লাইফগার্ড সুপারভাইজার সাইফুল্লাহ সিফাত জানান, গত বছর লকডাউনে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টের কাছে কিছু ডলফিন খেলা করতে দেখা গিয়েছিল। পরে বেশ কয়েকটি ডলফিন মৃত ভেসে আসে। এর অনেকদিন পর ডলফিন দেখা গেল।
স্থানীয় জেলেরা জানান, গভীর সাগরে মাছ ধরতে গেলে মাঝেমধ্যে ডলফিনের দেখা মেলে। বিশেষ করে শীত মৌসুমের শেষের দিকে এসব ডলফিনের দল সাগরে ঘুরে বেড়ায়। সাগরে ডলফিন নতুন কিছু নয়।