কক্সবাজার সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় হামলা, আটক ২

| রবিবার , ২১ জানুয়ারি, ২০২৪ at ৮:০৩ পূর্বাহ্ণ

কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদের ভিডিও ধারণের সময় সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় দুজন আটক হয়েছেন। গতকাল শনিবার বিকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। আটকরা হলেনকক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া চেয়ারম্যানপাড়ার শফি উল্লাহ শফি ও কক্সবাজার পৌরসভার পেশকারপাড়ার শাহজাহান মনির। খবর বিডিনিউজের।

মাসুদ রানা জানান, শুক্রবার গভীর রাতে ওই সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সরকারি জায়গায় এক ব্যক্তি অবৈধভাবে স্থাপনা নির্মাণের খবর আসে। তখন প্রশাসন অভিযান চালায়। স্থাপনাটি উচ্ছেদ করতে গেলে কিছু লোক জায়গার বৈধ কাগজপত্র আছে দাবি করে উচ্ছেদে বাধা দেন। শনিবার বিকালের মধ্যে বৈধ কাগজপত্র দেখানোর নির্দেশ দিয়ে প্রশাসন ফিরে আসে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, শনিবার বিকাল শেষও লোকজন কাগজপত্র নিয়ে না আসায় প্রশাসন ফের অভিযানে যায়। তখন অবৈধভাবে নির্মিত স্থাপনাটি উচ্ছেদ করা হয়। পর্যটন সেলের মাসুদ রানা বলেন, প্রশাসনের লোকজন অভিযান শেষে ফিরে আসার সময় অবৈধ স্থাপনা নির্মাণের সাথে জড়িত লোকজন খবর সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যমকর্মীদের লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে সংবাদকর্মীদের লক্ষ্য করে তারা ইটপাটকেল ছুঁড়েন। এতে একজন সংবাদকর্মী আঘাত পান। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

হামলার খবর পেয়ে প্রশাসন পুনরায় অভিযান চালিয়ে হামলায় জড়িত দুজনকে আটক করে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি জানান, মামলার নির্দেশনা দিয়ে আটকদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদল বেঁধে আনন্দ ভ্রমণ, শেষ হলো বিষাদে
পরবর্তী নিবন্ধরাজস্থলীতে জেএসএস ও মগ পার্টির মধ্যে গোলাগুলি