কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান জুয়েল স্বেচ্ছাসেবক লীগ থেকে বহিষ্কার

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ২০ মে, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়ছারুল হক জুয়েলকে দলের শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, আগামী ১২ জুন অনুষ্ঠেয় কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন কায়ছারুল হক জুয়েলের বড় ভাই ও জেলা আওয়ামী লীগের বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক (নতুন কমিটির পূর্ণাঙ্গ কমিটি এখনও গঠিত হয়নি) মাসেদুল হক রাশেদ। কিন্তু তিনি মনোনয়ন না পেয়ে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হন। বর্তমানে তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন ছোট ভাই ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়ছারুল হক জুয়েল। জুয়েল গত বৃহস্পতিবার তার ফেসবুক পেজে পোস্ট দিয়ে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। জুয়েল এর আগে স্বেচ্ছাসেবক লীগের গত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৯ সালের ১ মার্চ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কক্সবাজার সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কায়ছারুল হক জুয়েল।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে কাঁকরোলের বাম্পার ফলন
পরবর্তী নিবন্ধপটিয়ায় দুই ভাইকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা