পটিয়ায় দুই ভাইকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

জমি নিয়ে বিরোধ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২০ মে, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

পটিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে আহতদের স্বজন মো. মুজিবুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এর আগে বুধবার উপজেলার জিরি ইউনিয়নের তালুকদার বাড়ি এলাকায় আজিম উদ্দিন ও সিরাজুল ইসলাম নামের দুই ভাইকে কুপিয়ে জখম করা হয়। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার আসামিরা হলেন, স্থানীয় মো. জোনায়েদ (২৮), রফিকুল আলম (৫৮), মো. জাবেদ (২০), মো. জাবের (২২), মো. হোসেন (৪৬), মো. সায়েম (২৮), আবদুল কাদের (২০), মো. সোহেল (৪০) সহ অজ্ঞাতনামা আরো ৫৬ জন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার জিরি ইউনিয়নের ৪নং ওয়ার্ড তালুকদার বাড়ি এলাকায় মো. মুজিবুর রহমানে জায়গার সাইনবোর্ড উপড়ে ফেলার চেষ্টা করে প্রতিপক্ষের লোকজন। এসময় মুজিবুর রহমানের চাচা আজিম উদ্দিন প্রতিপক্ষকে বাধা দিলে তারা এলোপাতাড়ি মারধর করে তাকে রক্তাক্ত করে। এসময় হাতে থাকা ধারালো কিরিচ দিয়ে আজিম উদ্দিনকে মাথায় কোপ মারে। পরে আজিম উদ্দিনের বড় ভাই সিরাজুল ইসলাম এগিয়ে আসলে তাকেও মারধর করে হাত ভেঙে দেওয়া হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, দুই ভাইয়ের উপর হামলার ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। ইতিমধ্যে ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান জুয়েল স্বেচ্ছাসেবক লীগ থেকে বহিষ্কার
পরবর্তী নিবন্ধবেড়িবাঁধ ঘিরে দুশ্চিন্তা দুই লক্ষাধিক মানুষের