নগর ছাত্রদলের কমিটি ঘোষণা নিয়ে বিএনপির নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভকালে ককটেল বিস্ফোরণ, ইট-পাটকেল ছোঁড়ার ঘটনার মামলায় জামিন নামঞ্জুর করে এজাহারভুক্ত এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত আসামির জামিন আবেদন বাতিলপূর্বক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তার নাম জমির উদ্দিন পারভেজ (৩০)। তিনি ফিরিঙ্গিবাজার দাম্মা পুকুর পাড়ের বাসিন্দা নাছির আহমদের পুত্র। এর আগে তিনি হাইকোর্টের জামিনে ছিলেন।
গত ২৭ ডিসেম্বর নগর ছাত্রদলের কমিটি ঘোষণা নিয়ে নাসিমন ভবন কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করে। এসময় ককটেল বিস্ফোরণ, রাস্তায় টায়ার জালিয়ে বিক্ষোভ, ইট-পাটকেল ছোঁড়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ ঘটনায় কোতোয়ালী থানা পুলিশের এসআই মো.আরাফাত রহমান বাদী হয়ে নগর ছাত্রদলের শীর্ষ নেতাসহ ২৯ জনকে আসামি ও অজ্ঞাতনামা ২৫/৩০জনের বিরুদ্ধে একটি মামলা করেন।










