কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ নৌ-বাহিনীর সাবেক কর্মকর্তা কমোডর (অব:) মোহাম্মদ নুরুল আবছারকে। তাকে আগামী তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জনপ্রাশসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। নতুন কউক চেয়ারম্যান কমোডর (অব:) মোহাম্মদ নুরুল আবছার কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালীর বাসিন্দা। এর আগে এই পদে ৬ বছর দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. কর্নেল ও কক্সবাজারের ঈদগাঁওয়ের বাসিন্দা ফোরকান আহমেদ।










