বলিউডের নন্দিত অভিনেতা নানা পাটেকর প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করবেন। প্রকাশ ঝা’র ‘লাল বাত্তি’ দিয়ে ওটিটিতে পা রাখতে যাচ্ছেন তিনি। ওয়েব সিরিজটিতে একজন রাজনীতিকের চরিত্রে দেখা যাবে ‘ওয়েলকাম’খ্যাত এই তারকাকে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সিরিজে অভিনয়ের কথাটি স্বীকার করেছেন নানা। তিনি বলেন, আমি ‘লাল বাত্তি’-তে অভিনয় করছি। খবর বাংলানিউজের।
সূত্রের খবর, ‘লাল বাত্তি’ সিরিজেও গল্পের কেন্দ্রে রাজনীতির অন্ধকার জগৎ। নানাকে দেখা যাবে এক রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে। শক্তিমান এই অভিনেতাকে নিয়মিত অভিনয়ে পাওয়া যায় না। মাঝেমাঝে সিনেমায় হাজির হন তিনি।
সবশেষে ‘ওয়েডিং অ্যানিভার্সারি’ ও রোহিত শেঠির ‘গোলমাল রিটার্নস’-এ পাওয়া গিয়েছিল তাকে। এবার নানা প্রথমবারের মতো হাজির হচ্ছেন ওয়েব সিরিজে। তবে ‘লাল বাত্তি’-তে তার সহশিল্পী কারা এখনই প্রকাশ করতে নারাজ নির্মাতা প্রকাশ ঝা।