৩৮ নং মধ্যম হালিশহর ওয়ার্ডের অন্তর্গত বাকের আলী ফকিরের টেক হতে সোজা পশ্চিম দিকে হযরত খাজা খিজির রোড। এই রোডের উন্নয়ন কাজ শেষ করায় চসিক মেয়রকে আন্তরিক ধন্যবাদ জানাই। উল্লেখ্য যে, রাস্তায় বিটুমিন ঢালাই কাজ শেষ হওয়ার পর চট্টগ্রাম ওয়াসা পানির পাইপ লাইন স্থাপনের জন্য রাস্তা খনন করে। টেকের মোড় থেকে কয়েকশো ফুট পশ্চিমে পাইপ লাইন বসানোর পর মাটি ভরাট করে কাজ বন্ধ করে দেয়। ফলে রাস্তার বাকি অংশে পানির পাইপ লাইন বসানোর কাজ দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ওয়াসার পানির সংযোগ দেয়াও। আবার পাইপ লাইন বসানো অংশে নতুন করে বিটুমিন ডালাই না করাতে বর্ষা মৌসুমে ভাঙ্গনের ঝুঁকি দেখা দিয়েছে। অথচ খাল পাড় পর্যন্ত পানির পাইপ লাইন বসানো হলে অনেক এলাকাবাসী উপকৃত হত। এলাকায় দীর্ঘদিন ধরে ওয়াসার পানির ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও ওয়াসার পানির লাইন স্থাপন কাজ কেন বন্ধ রয়েছে তা আমার বোধগম্য নয়। তাই চট্টগ্রাম ওয়াসার প্রতি অনুরোধ, খাজা খিজির রোডের খাল পাড় পর্যন্ত ওয়াসার পানির লাইন স্থাপন করার জন্য। সেই সাথে কাজ শেষে পুরো রাস্তার কাটিং অংশে নতুন করে বিটুমিন ঢালাই করার প্রয়োজনীয় ব্যবস্থা করে রাস্তাটিকে আশু ভাঙ্গনের হাত হতে রক্ষা করার জন্য।
শাহ নেওয়াজ
মধ্যম হালিশহর, চট্টগ্রাম।