ওয়াজেদিয়া দরবার শরীফের ইছালে সওয়াব মাহফিল

| রবিবার , ১৫ জানুয়ারি, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার জেলার জলম কেন্দ্রীয় খানকার মাঠে চট্টগ্রামের ওয়াজেদ আলী খান (র.) ও আতিকুল্লাখান (র.) এর ১১৮ তম ইছালে সওয়াব বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বার্ষিক ইছালে সওয়াব মাহফিলে সভাপতিত্ব করেন হযরত মাওলানা আব্দুল লতিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াজেদিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা অধ্যক্ষ জাহেদ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বরুডা পৌর মেয়র বখতিয়ার, বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রাক্তন পরিচালক মোশেদুল আলম কাদেরী, চসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. সফিকুল ইসলাম, জলম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরূল ইসলাম, চিতড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন, এতবারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইউসুফ, প্রাক্তন চেয়ারম্যান মো. ইয়াছিন মিয়াজী, প্রাক্তন চেয়ারম্যান মো. ফারূক।

উক্ত ১১৮তম বার্ষিক মাহফিলে ওয়াজেয়ীন ছিলেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা নূর মোহাম্মদ সিদ্দীকী। আরও ওয়াজ করেন, অধ্যক্ষ মাওলানা মো. ইউসুছ, অধ্যক্ষ মাওলানা মো. মফিজুল ইসলাম, অধ্যক্ষ নজরূল ইসলাম সহ প্রমুখ ওয়াজেয়ীনগণ।

ইছালে সওয়াব বার্ষিক মাহফিলে হযরত অতিকুল্লাহ খানের ১০ হাজারের বেশী চটগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেটসহ দেশ-বিদেশের ভক্ত অনুরাগী মুরিদান অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এন্তেজামিয়া কমিটির সভাপতি আব্দুল হক ও গোলাম মোহাম্মদ।

বাংলাদেশ ও মুসলিম ওম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত পরিচালনা করেন ওয়াজেদিয় দরবার শরীফের সাজ্জাদানশীন অধ্যক্ষ মাওলানা মো. জাহেদ হোসেন খান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় আবাবীল ইসলামিক মডেল একাডেমীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
পরবর্তী নিবন্ধজননেতা এম এ আজিজ প্রজন্মের মাঝে যুগ যুগ বেঁচে থাকবেন