জননেতা এম এ আজিজ প্রজন্মের মাঝে যুগ যুগ বেঁচে থাকবেন

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের স্মরণসভা

| রবিবার , ১৫ জানুয়ারি, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহকর্মী, চট্টল শার্দুল মরহুম জননেতা এম.এ.আজিজের ৫২ তম মৃত্যুবার্ষিকীর স্মরণে আলোচনা সভা গতকাল চট্টগ্রাম কলেজের রেডবিল্ডিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি চট্টগ্রাম চেম্বারের সহ সভাপতি এ.এম.মাহবু্‌ব চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এস.এম.আবুল কালাম।

প্রধান বক্তা ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান। বিশেষ অতিথি ছিলেন পরিষদ নেতা মোসলেহ উদ্দীন মনসুর, হারুন গফুর ভুঁইয়া, এড. আবু নাসের চৌধুরী, একরাম হোসেন, মেরাজ তাসিন শফি, এস.এস.শহীদুল ইসলাম, তরু রায়, সৈয়দ নাসিমুন হাসনাইন, আবু বক্কর বকু, আসিফ ইকবাল, খুরশিদ রোকেয়া, ইমতিয়াজ আহমদ, সকিনা আকতার সুরমা, অনুপম চৌধুরী, তাসরিফুল ইসলাম, মিত্তুন নাবিলা সিদ্দিকা, আবদুল কাইয়ুম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের অন্যতম সেরা আবিষ্কার তথা অন্যতম বিশ্বন্ত নেতা ছিলেন। আওয়ামী রাজনীতির অন্যতম কান্ডারী হিসেবে আওয়ামী লীগকে এগিয়ে নিতে বলিষ্ঠ ভূমিকা রেখে গেছেন। মরহুম জননেতা এম.এ.আজিজ শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের অন্যতম একজন গণমানুষের নেতা ছিলেন। একজন আদর্শিক ও দেশপ্রেমিক নেতা হিসেবে জননেতা এম.এ.আজিজ প্রজন্মের মাঝে যুগ যুগ বেঁচে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওয়াজেদিয়া দরবার শরীফের ইছালে সওয়াব মাহফিল
পরবর্তী নিবন্ধবাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের বিজ্ঞান সেমিনার